মাটি খুঁড়ে পাওয়া কঙ্কাল রাজাকারদের, বললেন মুক্তিযোদ্ধারা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৫ এএম, ৯ই এপ্রিল ২০২৩


মাটি খুঁড়ে পাওয়া কঙ্কাল রাজাকারদের, বললেন মুক্তিযোদ্ধারা
জেলা প্রশাসন মোহাম্মদ আবু নাসের বেগ

মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হলরুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষনাগারের জন্য একতলা বিশিষ্ট ভবন নির্মাণের লক্ষে মাটি খোড়ার সময় কিছু হাড়গোড় (কঙ্কাল) পাওয়া যায়। 


মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে শ্রমিকরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খুঁড়ার সময় এই কঙ্কাল পায়। 


মাগুরা জেলা প্রশাসন মোহাম্মদ আবু নাসের বেগ (৬ এপ্রিল) স্বাধীনতা বিরোধীদের হাড়গোড় (কঙ্কাল) পাওয়া স্থান পরিদর্শন করেন। 


পরিদর্শনকালে ২১জন রাজাকারকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে কবর দেওয়া হয়েছিল বলে জেলা প্রশাসকের কাছে বর্ণনা দেন মুক্তিযোদ্ধারা।  


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, ওসি অসিত কুমার রায়, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. হাই মিয়া। 


আরএক্স/