কমলগঞ্জে বাসায় চুরি ডাকাতি পুলিশের ঘটনাস্থল পরিদর্শন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


কমলগঞ্জে বাসায় চুরি ডাকাতি পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
প্রতীকী ছবি।

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর শহীদ শামসু রোডে এস কে দাস এর বাসার দরজা ভেঙে বাসায় ঢুকে আলমারী তছনছ করে নগদ ৬০ হাজার টাকা  ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করেছ চোরচক্র। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।


ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


বাসার মালিক এস কে দাস বলেন, শুক্রবার রাতে বাসায় কেউ  ছিলেন না। শনিনার সকালে তিনি বাসায় ফিরে   দরজা ভাঙা দেখে ভিতরে প্রবেশ করে সব কিছু তছনছসহ স্বর্ণালঙ্কার ও টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন।


শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জনবাণীকে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।