Logo

ঈদের আগেই অর্থ সহায়তা পাচ্ছেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তরা

profile picture
জনবাণী ডেস্ক
১০ এপ্রিল, ২০২৩, ১৩:৩৩
15Shares
ঈদের আগেই অর্থ সহায়তা পাচ্ছেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তরা
ছবি: সংগৃহীত

বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

আসন্ন ঈদের আগেই অর্থ সহায়তা পাচ্ছেন বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্থ প্রত্যেককে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দিবে ঢাকা জেলা প্রশাসন।

রবিবার (৯ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন রেজিস্ট্রেশন করেছে। আগামী ঈদের আগেই ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে। যাদের দোকান আছে তারাসহ ভ্রাম্যমান হকারদেরও এ অর্থ সহায়তা দেয়া হবে। আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন বুথ চালু থাকবে। দরকার পড়লে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হবে।

বিজ্ঞাপন

ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, এছাড়া বেসরকারিভাবে যারা সহায়তা দিবে তাদেরকেও জেলা প্রশাসন থেকে সমন্বয় করা হচ্ছে। যেমন আজ বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। একই ক্ষতিগ্রস্ত যেন বার বার সহায়তা না পেয়ে সমান হারে সবার কাছে পৌঁছে। আমাদের কাছে তালিকা আছে। তালিকা দেখে সহায়তা দিবে বেসরকারি সংস্থারা। এছাড়া ক্ষতিগ্রস্থদের তালিকা অনুসারে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুদান দিবেন সেটাও দেয়া হবে।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, উপ-পরিচালক (ডিডিএলজি) আবু জাফর রিপন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD