রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৫ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ছবি: সংগৃহীত

আজ ১৭ রোজা। পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকটা সময় শেষ হয়েছে ইতমধ্যে। এদিকে শুরু হয়েছে ঈদের আমেজ। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিপণিবিতান ও মার্কেটগুলোতো বেড়েছে ক্রেতাদের ভিড়।


রবিবার (৯ এপ্রিল) ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটে। বেড়েছে বেচাবিক্রিও।


এদিকে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রেতারা কাপড়ের বেশি দাম চাচ্ছেন বলে ক্রেতাদের অভিযোগ।


ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। তাই সময় কম থাকায় পরিবারের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। 


মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতা সমাগম বেড়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। তাই রমজানের মাঝামাঝি সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদবাজার।


ক্রেতারা বলছেন, সপ্তাহের অন্যান্য দিন কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেটগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসছেন তারা। এছাড়া সামনে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি।


বিক্রেতারা বলেন, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচাবিক্রিও ভালো বলে জানান তারা। আর অন্যান্য দিন ক্রেতা কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।