তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আমাদের আন্দোলনের একটাই লক্ষ্য সরকারকে বিদায় করা।
সোমবার (১০ এপ্রিল) রামপুরায় একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি। সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তার জবাব দেবে। এ সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে যদি একটি সুষ্ঠুনিরপেক্ষ অবাধ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে তাহলে দেখবেন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না এটাই হচ্ছে বাস্তবতা।