শ্রমিকের বকেয়া পরিশোধে সরকারের প্রতি রওশন এরশাদের আহবান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৫ এএম, ১১ই এপ্রিল ২০২৩

শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধ করে ঈদে নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
তিনি বলেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ঈদের আনন্দ যেনো পরিবার পরিজনের সঙ্গে নিশ্চিন্তে ভাগাভাগি করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার (১০ এপ্রিল) গুলশানে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির যুগ্ম আহবায়কদের বৈঠকে ভ্যার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলীয় নেতা আরো বলেন, ঈদকে সামনে রেখে এবং চলমান পবিত্র রমজানে রোজাদার মানুষের কথা বিবেচনা করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঈদ যাত্রা যেনো নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তাও নিশ্চিত করতে হবে।
জরুরি এই সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান। বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ।
তিনি জানান, ঈদের পর কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে ঈদ পুনর্মিলনী করা হবে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে রওশন এরশাদের উপস্থিতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভাও করা হবে।