Logo

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন নূরুন নাহার

profile picture
জনবাণী ডেস্ক
১২ এপ্রিল, ২০২৩, ০৭:১৮
9Shares
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন নূরুন নাহার
ছবি: সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে তাকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের প্রক্রিয়া চুড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হচ্ছেন নির্বাহী পরিচালক নূরুন নাহার ডেপুটি গভর্নর হতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশে তার নিয়োগের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক সায় মিলেছে। এদিকে, বর্তমান ডেপুটি গভর্নর-১ আহমেদ জামালের চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে।

জানা যায়, কেন্দ্রীয় অনুরোধে নূরুন নাহারকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে তাকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের প্রক্রিয়া চুড়ান্ত করেছে। নূরুন নাহারের নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার সংক্ষেপ গত রবিবার অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা বিবেচনা করে পিআরএল স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১৯ সালের ১১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছরের জন্য তিনি ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন। 

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তিনটি স্থায়ী ও একটি বছর ভিত্তিক সংরক্ষিত পদসহ চারটি ডেপুটি গভর্নরের পদ রয়েছে। চলতি বছরের ১ জুলাই একটি ডেপুটি গর্ভনরের পদ শুন্য হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গর্ভনর নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার স্বীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুল নাহারকে ডেপুটি গর্ভনর পদে হিসেবে নিয়োগের জন্য ৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠায়। 

বিজ্ঞাপন

নূরুন নাহার ১৯৮৯ সালে সহকারি পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। বিভিন্ন বিভাগে কাজ করেছেন। সবশেষ ২০১৯ সাল থেকে নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি বিভাগ, নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন। তার ৩৪ বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD