দেশে ভারত থেকে আমদানি হচ্ছে বাঙ্গি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩


দেশে ভারত থেকে আমদানি হচ্ছে বাঙ্গি
আমদানি করা ভারতীয় বাঙ্গি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমে পরীক্ষামূলক বাঙ্গি আমদানির পর দেশীয় বাজারে ভালো সাড়া পাওয়ায় ভারত থেকে আবারও বাঙ্গি আমদানি হচ্ছে। 


মেসার্স খান ট্রেডার্স নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এসব বাঙ্গি আমদানি করছেন।


আমদানিকৃত এসব বাঙ্গির শুল্ক বাবদ খরচ পরছে প্রতিকেজি ৫৮ থেকে ৬০ টাকা। দেশের বাজারে চাহিদা থাকা পর্যন্ত বাঙ্গির আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমদানিকার প্রতিষ্ঠান।  


মেসার্স খান ট্রেডার্সের প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, রমজান মাসে বিভিন্ন ফলের পাশাপাশি বাঙ্গির চাহিদা থাকায় গেল বৃহস্পতিবার (৬ এপ্রিল) পরীক্ষামূলক ভারত থেকে বাঙ্গি আমদানি করা হয়। দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় নিয়মিত আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব বাঙ্গি ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হচ্ছে।


হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বাঙ্গি আমদানির ফলে বন্দর থেকে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন যে আয় সেটি বৃদ্ধি পেয়েছে।


হিলি স্থলবন্দরের সর্বশেষ তথ্য মতে, মেসার্স খান ট্রেডার্স ১৫ টন ৪শ’ কেজি বাঙ্গি আমদানি করেছে। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।