সরকার জনগণ থেকে গণবিচ্ছিন্ন: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১২ এএম, ১৩ই এপ্রিল ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৪ বছর ধরে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
বুধবার (১২ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, সরকার জনগণ থেকে গণবিচ্ছিন্ন। তারা অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও দুর্নীতি করে ক্ষমতায় টিকে আছে।
তিনি বলেছেন, দেশে কারও নিরাপত্তা নেই। ক্ষমতায় টিকে থাকতে সরকার কালো আইন তৈরি করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা এই গুম, খুনের মধ্যে আর চুপ করে বসে থাকবে না। তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।