পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২২ এএম, ১৩ই এপ্রিল ২০২৩


পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

আগামী জুলাইয়ের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে পরিকল্পনা অনুসারে এক মাস পিছিয়ে আগামী ৩০ মে শুরু হচ্ছে নির্বাচনী পরীক্ষা। 


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যসূচি শেষ করতে পারেনি। এসব বিবেচনায় জুলাইয়ের পরিবর্তে আগামী আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে।


এদিকে শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, বোর্ডগুলোর পক্ষ থেকে আগস্টে পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী দীপু মনিকে জানানো হয়েছে। 


তিনি আরও বলেন, এখন শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।