মাঝরাতে গরুর ডাকে ঘুম ভাঙে কৃষকের, বের হতে হতে চুরি শেষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০১ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩
ঢাকার ধামরাইয়ে জীবন চন্দ্র দাস নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে মাঝরাতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ৪ টি গরু চুরি হয়েছে। বাহির থেকে ঘরের দরজায় শিকল দিয়েও চুরি রুখতে পারেনি।
বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় জীবন চন্দ্র দাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
জীবন চন্দ্র দাস বলেন- তিনি দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করতেন। সেগুলো মোটাতাজা করে বিক্রি করতেন। তার খামারে ৬টি গরু ছিল। গোয়ালঘরের পাশেই তাদের শোবার ঘর। সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। রাতে গোয়াল ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন সবাই। রাত সোয়া একটার দিকে গরুর ডাক-চিৎকার শুনতে পান তিনি। এতে তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি তার শোবার ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরে যাওয়ার চেষ্টা করে। তবে চোরেরা বাড়ির প্রধান দরজায় শিকল আটকে রাখে। যার কারণে তিনি ঘর থেকে বের হতে পারেননি।
কৃষক জীবন চন্দ্র দাস আরও বলেন, এ সময় তিনি দ্রুত দরজা ধাক্কা দিয়ে ভেঙে বের হয়। ততক্ষণে চোরেরা ৬টি গরুই বের করে ৪ টি ট্রাকে তুলে। ৪টি গরুর বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হবে। তবে দ্রুত টের পাওয়ার কারণে চোরেরা দুটি গরু নিয়ে যেতে পারেনি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে গরু উদ্ধার সহ চোর চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।