টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ, ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫


টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ, ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি।

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি (২৮) নামে এক তরুণী। ঘটনার ৩৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


 মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফারিয়া যে ড্রেনে পড়েছিলেন, সেটির পানি ওই বিলেই গিয়ে পড়ে। উদ্ধার অভিযানের সময় সেখানে তার মরদেহ পাওয়া যায়।


ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। জ্যোতি হোসেন মার্কেট এলাকায় বাস করতেন ও একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ড্রেনের একটি স্থানে স্লাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্লাব বসায়নি, এমনকি সতর্কতা মূলক কোনো সাইনবোর্ডও ছিল না। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী খোলা ড্রেনের ভেতর পড়ে যান। একপর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন।


ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।


এই ঘটনা শুধু ফারিয়ার পরিবারেই নয়, সারা শহরের মানুষকেই কাঁদিয়েছে। অনিরাপদ ও অনিয়ন্ত্রিত নগর ব্যবস্থাপনার করুণ চিত্র আবারও স্পষ্ট হয়ে উঠেছে। খোলা ড্রেন, না থাকা সতর্কতা এসব অব্যবস্থাপনাই কেড়ে নিল একটি তরুণ প্রাণ।


উল্লেখ্য, রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রেনে পড়ে যান তিনি।



এসডি/