মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মুত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার  মুত্যু
আ,লীগ নেতা। ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন। সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথার কারণে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউল গনি জানান, তার উপসর্গ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।


মুন্সীগঞ্জ জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পর্যবেক্ষণ শেষে দায়িত্বরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


কারা সূত্র জানায়, জুলাই আন্দোলনে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় গত ৫ মে থেকে কারান্তরীণ ছিলেন নান্নু।


এসডি/