মাইলস্টোন ট্রাজেডি: নিখোঁজ আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫


মাইলস্টোন ট্রাজেডি: নিখোঁজ আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজের ৩ দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত করা গেছে বলে জানা গেছে। 


বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে নিখোঁজ আফসানার পরিবার।


জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার আব্দুল ওহাব মৃধার স্ত্রী। তার স্বামী একজন ব্যবসায়ী।


আরও পড়ুন: আইফোনের টাকার জন্য গণধর্ষণের নাটক সাজিয়েছিলেন কলেজছাত্রী


পারিবার জানায়, আফসান ওহি (৮) দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাস কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখাতে মাইলস্টোন স্কুলের কয়েকটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা আফসানা প্রিয়া নিখোঁজ হয়ে যান। তিনদিন পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিএমএইচে তার মরদেহ শনাক্ত করা যায়।


নিখোঁজ আফসানার স্বামী ওহাবের বড় ভাই দুলাল মৃধা বলেন, আমরা ঢাকা সিএমএইচে যাচ্ছি তার মরদেহটি আনার জন্য।


আরও পড়ুন: পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন মা, কাঁদছে প্রবাসীর অসহায় ২ সন্তান

 

কালিয়াকৈর উপজেলা চাপার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আফসানার মরদেহ শনাক্ত করা হয়েছে। স্বজনরা হাসপাতালে যাচ্ছেন। তার স্বামীর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।


এমএল/