ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামের একটি বাস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাস দুটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও এখন তা স্বাভাবিক রয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাইলস্টোন ট্রাজেডি: নিখোঁজ আফসানা প্রিয়ার মরদেহ শনাক্ত

আইফোনের টাকার জন্য গণধর্ষণের নাটক সাজিয়েছিলেন কলেজছাত্রী

পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন মা, কাঁদছে প্রবাসীর অসহায় ২ সন্তান

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১৫
