ফারদিন হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

ডিবি পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নূর উদ্দিন রানার দেওয়া নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়
বিজ্ঞাপন
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি আগামী ২৪ মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
রবিবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিমের আদালত বাদীর নারাজি গ্রহণ করে এ নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
এদিন আমাতুল্লাহ বুশরা আদালতে উপস্থিত হন। তিনি এ মামলায় স্থায়ী জামিনে রয়েছে। ডিবি পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নূর উদ্দিন রানার দেওয়া নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নারাজির আবেদন গ্রহণ করেন।
বিজ্ঞাপন
এর আগে, ২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন।








