ওয়ারীতে মধ্যরাতে ভবনে আগুন

রাত ১টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়
বিজ্ঞাপন
রাজধানীর ওয়ারীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ওয়ারী পুলিশ ফাড়ি সংলগ্ন ওই ভবনের একটি বেবিশপের শোরুমে আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই আগুনের কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এরপরই বেবি শপের শোরুম থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।








