রাজধানীতে দগ্ধ হয়ে শিশু গৃহকর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
রাজধানীর শান্তিনগর আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত মোছা. জান্নাত আক্তার (১৩) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, জান্নাত চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা কেওচিয়া গ্রামের আবুবক্কারের মেয়ে। বর্তমানে শান্তিনগর স্কাইভিউ পার্ক সিটি ১৬৫ নম্বর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেন।
পুলিশ জানায়, নিহত গৃহকর্মী ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আলাউদ্দিনের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেন। নিহতের মাথায় ভারী কোন বস্তর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক।
পল্টন থানার এসআই মোছা সুইটি আক্তার জানান, আমরা জানতে পেরেছি নিহত শান্তিনগর স্কাইভিউ পার্ক সিটি ১৬৫ নম্বর বাসায় তামান্না গৃহকর্মী হিসেবে ছিলেন। রবিবার রান্নাঘরে পানি গরম করার সময় তামান্নার গায়ে আগুন লেগে যায়। পরে দ্রুত দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার সোমবার বিকেলে মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।