Logo

ঈদ উপহার নিয়ে দরিদ্র মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৩, ১১:২৫
30Shares
ঈদ উপহার নিয়ে দরিদ্র মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন
ছবি: সংগৃহীত

অসহায় মানুষের মুখে ঈদ উপহার বিতরণ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন

বিজ্ঞাপন

‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি’ কথাটি যেমন চিরন্তন সত্য, তেমনই সত্য ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনেক ক্ষেত্রেই আসে না ঈদের আনন্দ। কারো ঘরে থাকে না খাবার, কারো আবার থাকে না ঈদের আনন্দ করার মত নতুন জামা কাপড় কেনার সামর্থ্যও। তাই দেখা যায় পবিত্র ঈদ তাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু এসব অসহায় মানুষের মন থাকে মলিন। 

এমন দরিদ্র-অসহায় মানুষের মলিন মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের মানবিক নেতা হিসেবে পরিচিত মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বদেশ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে ঢাকা-১৭ আসনাধীন বিভিন্ন এলাকার অসহায় মানুষের মুখে ঈদ উপহার বিতরণ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন। 

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও ঈদ উপহার প্রদান করে অসহায় মানুষদের মলিন মুখে হাসি ফোটাচ্ছেন তিনি। 

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মিলনায়তনে শত শত দরিদ্র-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। 

বিজ্ঞাপন

এছাড়াও গুলশান-বনানী থানা এলাকায়, ক্যান্টনমেন্ট থানার মানিকদী আদর্শ বিদ্যানিকেতন, ভাসানটেক থানাধীন ক্যান্টনমেন্ট ইউনিয়ন কচুক্ষেত, ভাসানটেক থানাধীন ধামালকোর্ট লালাসরাই, ভাসানটেক স্কুল এন্ড কলেজ মাঠে ঈদ উপহার বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল-ফিতরে এসব উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষের মুখে। শত শত পরিবার যারা নতুন জামা কাপড় পড়ে সন্তান-সন্ততি নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারতো না, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিনের এই মহতি উদ্যোগের ফলে তাদের মুখে হাসি ফুটেছে। এই উপহার পেয়ে অসহায় মানুষ আনন্দে কান্নাজড়িত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

দরিদ্র-অসহায় মানুষদের ভাষ্যমতে, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন স্যার যদি আমাগো ঈদ উপহার না দিতো, তাহলে এবার আমাগো মধ্যে ঈদের কোন আনন্দ থাকতো না। স্যারের এই উপহারের জন্য আমরা আমাদের ছেলে-মেয়েদের সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারবো।

বিজ্ঞাপন

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন বলেন, ত্যাগের মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার মাস হলো রমজান মাস। এই মাসে পুরো মুসলিম জাতি সিয়াম সাধনার মাধ্যমে ভুলের জন্য ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসে। আর সেটার মাধ্যম হলো রোজা ও পবিত্র ঈদ। আমি সবসময়ই দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবা করা করি। অনেক অসহায় মানুষ আছে যারা ঈদের নতুন পোশাক কিনতে না পেরে ঈদ আনন্দ করতে পারে না। তাদের সাথেও আমি ঈদ আনন্দ ভাগাভাগি করি প্রতিবারই। তারই প্রেক্ষিতে এই পবিত্র ঈদুল ফিতরে ঈদের আনন্দ আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি মাত্র। আমি সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার জন্য মানুষের মুখে হাসি ফুটলে সেটাই হবে আমার গর্বের বিষয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD