Logo

মোহাম্মদপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৩, ১৩:৪৫
27Shares
মোহাম্মদপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মালিকপক্ষ তাদের সেই বেতন দিতে রাজি হয়েছে তারা বলেছে সবাইকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়া হবে

বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় চলতি মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ ফলে গাবতলী-সদরঘাট সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভে নামে।

বিজ্ঞাপন

শ্রমিকদের দাবি, তারা গত মাসের বেতন পেয়েছেন, কিন্তু চলতি মাসের কোনো বেতন না দিয়ে মালিক আজ কারখানা ছুটি ঘোষণা করেছেন। বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমকে জানান, রাস্তা অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে শ্রমিক এবং মালিকদের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ তাদের সেই বেতন দিতে রাজি হয়েছে। তারা বলেছে সবাইকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD