খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় কোকোর দুই মেয়ে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০০ এএম, ২১শে এপ্রিল ২০২৩

দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান তারা।
বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন। দুই মেয়েকে তিনিই বিমানবন্দর থেকে নিয়ে আসেন। সিঁথি শাশুড়ির সঙ্গে ফিরোজাতেই থাকছেন।