কুলাউড়ায় ১০৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২১ এএম, ২৫শে এপ্রিল ২০২৩


কুলাউড়ায় ১০৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১
ছবি: জনবাণী

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাই মদ সহ এক ব্যবসায়ায়ীকে গ্রেফতার করা হয়েছে।


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ রবিবার (২৩ এপ্রিল) রাতে এক অভিযান চালিয়ে মাদকসহ অনন্ত লাল কৈরী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৩ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলাধীন কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান (বাঁশ লাইন) সাকিনস্থ এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অনন্ত লাল কৈরীকে আটক করা হয়। 


পরে তার দেয়া তথ্য মতে তল্লাশী করে তার বসত ঘর থেকে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার ও তা জব্দ করা হয়।


এবিষয়ে জানতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস ছালেক জানান, চোলাই দেশীয় মদ সহ ১ জনকে গ্রেফতার পূর্বক আদালত আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে মৌলভীবাজার পাঠানো হয়েছে। 


তিনি আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশ মাদক মুক্ত এলাকা চাই। এই মর্মে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে কাজ করে যাচ্ছি।