বিএনপি তো রাষ্ট্র নিয়েই হতাশ : তথ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৯ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩


বিএনপি তো রাষ্ট্র নিয়েই হতাশ : তথ্যমন্ত্রী
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তো রাষ্ট্র নিয়েই হতাশ। ফলে তারা যে রাষ্ট্রপতিকে নিয়েও হতাশা ব্যক্ত করেছে, সেটিও অস্বাভাবিক নয়।


মঙ্গলবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি মহাসচি মির্জা ফখরুলের ‘নতুন রাষ্ট্রপতির কাছে কোনও প্রত্যাশা নেই’ বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।


সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব তো রাষ্ট্র নিয়েই হতাশ। না হয় উনি কি বলতে পারেন ‘পাকিস্তানই ভালো ছিল’? এ কথা বলার মধ্য দিয়ে এটিই তো প্রকাশ পায় যে তিনি রাষ্ট্র নিয়েই হতাশ। যারা রাষ্ট্র নিয়ে হতাশ, তারা রাষ্ট্রপতি নিয়েও হতাশা ব্যক্ত করবে, এটিই স্বাভাবিক।


তথ্যমন্ত্রী বলেন, বিদায়ী রাষ্ট্রপতি যেমন ভালো মানুষ ছিলেন, বর্তমান রাষ্ট্রপতিও একজন ভালো মানুষ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ, প্রাজ্ঞ, বুদ্ধিমান মানুষ। সংকটে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


তিনি বলেন, সোমবার বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হয়েছে। একজন রাষ্ট্রপতি পরপর দুবার দায়িত্ব পালন করে সসম্মানে বর্ণাঢ্যভাবে বিদায় নিয়েছেন এবং সঙ্গে শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর গণতান্ত্রিক রীতিনীতি চর্চার ইতিহাসে একটি নতুন মাইলফলক যুক্ত করেছে।