শাকিব খানের মামলায় জামিন নিলেন প্রযোজক রহমত উল্লাহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫২ এএম, ২৭শে এপ্রিল ২০২৩

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ করা ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ।
বুধবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এর আদালতে প্রযোজক রহমত উল্লাহ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন আদালত।
এদিন শাকিব খান অসুস্থজনিত কারণে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এর আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহ নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।
গত ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা করেন চিত্রনায়ক শাকিব খান।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেন দাখিলের জন্য নির্দেশ দেন।