নিউমার্কেট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হকার্স মার্কেটের ফুটপাত থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি
বিজ্ঞাপন
রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি থানার পুলিশ হকার্স মার্কেটের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিউমার্কেট থানার এসআই মোহাম্মদ রমজান আলী বলেন, আমরা খবর পেয়ে সকালের দিকে নিউ মার্কেট থানাধীন ধানমন্ডি হকার্স মার্কেটের ফুটপাত থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি-প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ওই নারী ফুটপাতেই থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।








