বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ৮০ ব্যবসায়ীকে নগদ অর্থ দিল জেলা প্রশাসন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৮ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ৮০ ব্যবসায়ীকে নগদ অর্থ দিল জেলা প্রশাসন
কথা বলছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই অর্থ বিতরণ করেন। 


মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার “নগদ” এর মাধ্যমে ব্যবসায়ীদের মোবাইল একাউন্টে  অর্থ প্রেরণ করা হয়।


এসময় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন “বঙ্গবাজার দূর্ঘটনায় ‘নারী মৈত্রীর’ এই উদ্যোগ প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জেলা প্রশসান, ঢাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কর্মচারীদের পূনর্বাসনে কাজ করছে। আমাদের এরকম উদ্যোগ আরো বৃহৎ পরিসরে চলমান থাকবে।


অর্থ সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়াল্ড ওয়াইডের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের  কাউন্সিলর  ফরিদ উদ্দিন আহম্মেদ রতন। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করে নারী মৈত্রীর সম্মানিত নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি।