Logo

সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৩, ০৮:৫৬
15Shares
সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

রবিবার (৩০) ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক মো. বদরুল আলম ভুইয়া এ রায় দেন।

বিজ্ঞাপন

অবৈধভাবে ৫৭.৭৯ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (৩০) ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক মো. বদরুল আলম ভুইয়া এ রায় দেন।  এ সময় আদালত বলে, দুর্নীতিবাজদের কাছে ছেলে মেয়ে বিয়ে নয়, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবেন না, দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বয়কট করতে হবে।

বিজ্ঞাপন

অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সেলিম প্রধান র‌্যাবের হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে। 

বিজ্ঞাপন

সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেফতার করা হয়।

সেদিন রাতে গুলশানের তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে তার ৩ সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মামুমকে গ্রেফতার করে র‍্যাব।  তার বিরুদ্ধে মাদকসহ আরও ৩টি মামলা দায়ের করা হয়। ঢাকার বিভিন্ন আদালতে মামলাগুলোর বিচার চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD