মে দিবস উপলক্ষে মহম্মদপুরে একক আবৃত্তি অনুষ্ঠান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৯ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩


মে দিবস উপলক্ষে মহম্মদপুরে একক আবৃত্তি অনুষ্ঠান
কবিতা আবৃত্তি করেছেন সালাহ্উদদীন আহমেদ মিলটন

"উড়াও নিশান হানো অভিযান সত্যের নির্ভীক, জাগো হে সূর্য করদীপ্ত কলমের সৈনিক" এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুরের বিশিষ্ট নাট্যকার, গবেষক ও আবৃত্তিকার সালাহ্উদদীন আহমেদ মিলটনের 'আগুন ঘুড়ি' নামে একক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১ মে) সকালে কলমের সৈনিক বিদ্যানিকেতন মিলনায়তনে এই একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে কলমের সৈনিক আবৃত্তি একাডেমি।  


কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, ¯ট্যালিন, হো চি মিন, মাও সেতুং, চে গুয়েভারা, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তসহ স্থানীয় প্রগতিশীল চেতনাঋদ্ধ কবিদের কবিতা আবৃত্তি করেন মহম্মদপুর বার্তা'র সম্পাদক বিশিষ্ট কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন। 


এ সময় মোকলেছুর রহমান মুকুল, প্রধান শিক্ষক মাহাবুব শরীফ, কবি শিকদার ওয়ালিউজ্জান রিংকু, কবি সুদেব চক্রবর্তী, কবি সাদী মোহাম্মদ, কবি মতিউর রহমানসহ স্থানীয় শিক্ষক ও সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক খাইরুল ইসলাম, হামিম হাসান ও শফিকুল ইসলাম।