Logo

মেহেরপুরে হত্যা মামলার আসামীর ৮ বছরের জেল

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৩, ১৪:৩৮
9Shares
মেহেরপুরে হত্যা মামলার আসামীর ৮ বছরের জেল
ছবি: সংগৃহীত

মেহেরপুরে সুমন হত্যা মামলার একমাত্র আসামী আব্দুল আওয়ারকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমাণা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মেহেরপুরে সুমন হত্যা মামলার একমাত্র আসামী আব্দুল আওয়ারকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমাণা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। 

মঙ্গলবার (২ মে) মেহেরপুর অতিরিক্ত জেলা দায়রা জজ লিপুতি কুমার বিশ্বাস এ আদেশ দেন। রায় শেষে আসামী আব্দুল আওয়ালকে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল আওয়াল গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। অপরদিকে নিহত সুমন একই এলাকার সমশের আলীর ছেলে।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে আসামী আব্দুল আওয়াল ও একই এলাকার মৃত কিয়ামত আলীর ছেলে শামিরুল ইসলামসহ অজ্ঞাত ৫/৬ জন সুমন রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে সুমনের পিতা সমশের আলী বাদী হয়ে গাংনী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মোট ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় আব্দুল আওয়াল, সুমনকে হত্যা করে। ফলে আদালত এ সিদ্ধান্তে উপনিত হয়। তবে শামিরুল ইসলাম দোষী প্রমাণ না হওয়ায় তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ডিবি ওসি জামাল হোসেন ও গাংনী থানার এসআই মুক্তার হোসেন।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD