শিক্ষার্থীকে জোরপূর্বক সিঁদুর পরানোর চেষ্টাকালে আটক ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০০ এএম, ৪ঠা মে ২০২৩


শিক্ষার্থীকে জোরপূর্বক সিঁদুর পরানোর চেষ্টাকালে আটক ১
ছবি: সংগৃহীত

কলেজছাত্রীকে সিঁদুর পরাতে গিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জনতার হাতে আটক হয়েছে তপন কুমার ঘোষ (৫০) নামে এক ব্যক্তি। 


বুধবার (৩ এপ্রিল) শহরের ফয়লা সড়কে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। 


ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, এক বছর ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল তপন কুমার।


ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী বলেন, বান্ধবীদের সঙ্গে কলেজে যাওয়ার পথে তপন নামে ওই ব্যক্তি হঠাৎ করেই তাকে জোরপূর্বক কপালে সিঁদুর পরাতে যায়। বাধা দিলেও তার মুখে সিঁদুর মাখিয়ে দেওয়া হয়।


কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু বলেন, ঘটনাটি শুনেই তিনি ঘটনাস্থলে যান। এরপর বিষয়টি কলেজ কমিটির সভাপতিকে অবহিত করে পুলিশকে জানান।


কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা বলেন, ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।