Logo

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা

profile picture
জনবাণী ডেস্ক
৫ মে, ২০২৩, ০৮:১২
19Shares
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে

বিজ্ঞাপন

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান দিবস বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শান্তি শোভাযাত্রায় নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এ শোভাযাত্রা উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। 

বিজ্ঞাপন

বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে কাদের বলেন, বৌদ্ধদের সুশিক্ষিত মানুষ হিসেবে চিনি, তারা দেশকে ভালোবাসেন। রাজনৈতিক হানাহানিতে তারা নেই। তারপরও তারা কক্সবাজারে আক্রান্ত হয়েছিল।

কাদের বলেন, রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে শান্তির সুবাতাস আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে। 

বিজ্ঞাপন

গৌতম বুদ্ধ সম্পর্কে কাদের বলেন, মানুষ হিসেবে আমি যাদের প্রতি মুগ্ধ, তার মধ্যে গৌতম বুদ্ধ অন্যতম। 

বিজ্ঞাপন

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেয় তার বন্ধুবৎস ছিলেন মন্তব্য করে কাদের বলেন, তিনি চেতনা ও মন-মানসিকতা, স্বভাবে গৌতম বুদ্ধকে অনুসরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD