এসএসসিতে একদিনে সর্বোচ্চ ৯৪ জন বহিষ্কার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪১ এএম, ৮ই মে ২০২৩


এসএসসিতে একদিনে সর্বোচ্চ ৯৪ জন বহিষ্কার
ছবি: সংগৃহীত

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে আজ অনুপস্থিত ছিল ১৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। এদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজ ৯৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। যা এবারের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 


আন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।  


বহিষ্কার ৯৪ জনের মধ্যে ঢাকা বোর্ডে ১৭, চট্টগ্রামে ২, বরিশালে ১৬, সিলেটে এক, দিনাজপুরে ১২, কুমিল্লায় ১৪ ও ময়মনসিংহ বোর্ডে ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। আজকে কোনো পরীক্ষক বহিষ্কার হননি।


৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৭৮৫ জন, দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৩ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৮০৪ জন। 


জেবি/ আরএইচ/