ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার

তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন এ বিষয়ে আরও তথ্য জানতে আমাদের তদন্ত চলছে
বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ইমতিয়াজ নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৪ মে) সকালে মরদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ।
বিজ্ঞাপন
ধানমন্ডি থানার পরিদর্শক সাইফুল ইসলাম রাজু বলেন, সকালে ধানমন্ডি লেকে একটি মরদেহ ভাসমান অবস্থায় আছে বলে সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি- মৃত ব্যক্তির নাম ইমতিয়াজ। তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন। ধানমন্ডির ৩ নাম্বার রোডের ১১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার পরিবার জানিয়েছে- তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে আরও তথ্য জানতে আমাদের তদন্ত চলছে।








