ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৯ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
লোকমান মেহেদী লুবান

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পুকুরের পানিতে ডুবে লোকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৯ মে) সদর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করতে নেমে তলিয়ে যায়। লুবান পৌর শহরের বাসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।  


ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজের ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুরা মিলে সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃত্যু হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারণে পানির গভীরতা অনেক বেশি ছিল।

জেবি/ আরএইচ/