পঞ্চগড়ে খড়ির দোকান থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৮ পিএম, ৫ই আগস্ট ২০২৫

পঞ্চগড়ের টুনিরহাট বাজারে একটি খড়ির দোকান থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে বাজারের ওই দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, “আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।”
এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও পুলিশ বলছে, যেকোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
আরএক্স/