উন্মুক্ত লটারিতে ডিলার নিয়োগ, ইউএনও’র স্বচ্ছ উদ্যোগে প্রশংসার জোয়ার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৩ পিএম, ৩১শে জুলাই ২০২৫


উন্মুক্ত লটারিতে ডিলার নিয়োগ, ইউএনও’র স্বচ্ছ উদ্যোগে প্রশংসার জোয়ার
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনন্য নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। প্রকাশ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন করায় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন স্থানীয়দের।


বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজারহাট উপজেলা মডেল মসজিদের হলরুমে শতশত মানুষের উপস্থিতিতে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নির্বাচন করা হয়। এই লটারি কার্যক্রম পরিচালিত হয় সরাসরি প্রত্যক্ষদর্শীদের সামনে, যাতে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।


ডিলার পদপ্রত্যাশীরা জানান, তারা ভেবেছিলেন হয়তো প্রভাব বা সুপারিশে নিয়োগ হবে, কিন্তু ইউএনওর উদ্যোগে তা হয়নি। সব কিছু অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।


নবনিযুক্ত ডিলার রাজু আহমেদ বলেন, “অনেকে তথ্য গোপন করে আবেদন করেছিলেন, কিন্তু যাচাই-বাছাই শেষে যোগ্যদেরই লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এতে আমরা খুবই খুশি।”


এ বিষয়ে ইউএনও মো. আল ইমরান বলেন, “আমাদের মূল লক্ষ্যই ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই উন্মুক্ত লটারি পদ্ধতিতে ডিলার নির্বাচন করেছি। এতে সবাই জানলেন কীভাবে এবং কারা নিয়োগ পেলেন।”


তিনি আরও বলেন, “এই পদ্ধতি যেন ভবিষ্যতেও অনুসরণ করা হয়, তা নিশ্চিত করতে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।”


উল্লেখ্য, রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই ২৮ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি পরিচালনার জন্য গঠিত ডিলার নিয়োগ সংক্রান্ত কমিটি সরেজমিনে যাচাই-বাছাই শেষে উপযুক্ত প্রার্থীদের তালিকা তৈরি করে।


উপজেলাবাসীর মতে, প্রশাসনিক নিয়োগে এ ধরনের স্বচ্ছ উদ্যোগ দেশজুড়ে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।


আরএক্স/