কুড়িগ্রামে ডিলার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


কুড়িগ্রামে ডিলার নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বৈধভাবে নির্বাচিত ডিলার সহ সর্বস্তরের জনগণ।


সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেটে মানববন্ধন করেন বৈধভাবে নির্বাচিত ডিলারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।


এ সময় বৈধভাবে নির্বাচিত ডিলারদের দাবি,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করেছেন রাজারহাট উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। শতশত মানুষের উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষণা করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন,একটি কুচক্র মহল ফ্যাসিস্টরা স্বচ্ছ ডিলার নিয়োগকে অনিয়মের দাবি করছেন। আমরা বৈধভাবে নির্বাচিত ডিলারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 


মানববন্ধনে বক্তব্য দেন,আব্দুর রাজ্জাক রাজ, রাশেদুল ইসলাম লায়ন,আসাদুজ্জামান টিটু,রবিউল আলম বকশি,রোকনুজ্জামান রোকন,সাজু মিয়া,আব্দুল মজিদ ও বেলাল সহ আরো অনেকেই। 


উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের তদন্ত কমিটি সদস্য এটিএম রিয়াসাদ বলেন,ডিলার নিয়োগে কোনো স্বজনপ্রীতি ও অর্থের লেনদেন হয়নি। 



এসডি/