সখীপুরে আ'লীগ নেতা শহীদুল ইসলামের স্মরণসভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৯ এএম, ১০ই মে ২০২৩

টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) যাদবপুর ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
ওই ইউনিয়ন আ'লীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ'লীগের সহসভাপতি আতিকুর রহমান আতোয়ার, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি মোসলিমা খাতুন, সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
