রমনা কালিমন্দিরের সভাপতি সমীর গোলদার, সম্পাদক পান্না বিশ্বাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৬ পিএম, ১০ই মে ২০২৩

রাজধানীর ঐতিহাসিক রমনা কালিমন্দির ও মা আনন্দময়ী আশ্রম আঙ্গিনায় অবস্থিত শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির পরিচালনা পর্ষদদের (২০২৩-২০২৪) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সমীর গোলদার ও সাধারণ সম্পাদক পান্না বিশ্বাসকে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ৩৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি অতুল চন্দ্র মণ্ডল।
নতুন নেতৃত্ব নির্বাচনের পরপরই তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতারা। দুই বছর মেয়াদী এ কমিটি আগামী ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সাধারণ সভায় অন্যদের মধ্যে রমনা কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি বাবুল বিশ্বাস, সহ-সভাপতি উত্তম বিশ্বাস, শংকর তালুকদার, সুজন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বিনয় ভক্ত, উৎপল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি