Logo

রমনা কালিমন্দিরের সভাপতি সমীর গোলদার, সম্পাদক পান্না বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৩, ০৮:৫৬
48Shares
রমনা কালিমন্দিরের সভাপতি সমীর  গোলদার, সম্পাদক পান্না বিশ্বাস
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ৩৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠিত হয়।

বিজ্ঞাপন

রাজধানীর ঐতিহাসিক রমনা কালিমন্দির ও মা আনন্দময়ী আশ্রম আঙ্গিনায় অবস্থিত শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির পরিচালনা পর্ষদদের (২০২৩-২০২৪) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সমীর গোলদার ও সাধারণ সম্পাদক পান্না বিশ্বাসকে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ৩৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি অতুল চন্দ্র মণ্ডল।

বিজ্ঞাপন

নতুন নেতৃত্ব নির্বাচনের পরপরই তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতারা। দুই বছর মেয়াদী এ কমিটি আগামী ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

সাধারণ সভায় অন্যদের মধ্যে রমনা কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি বাবুল বিশ্বাস, সহ-সভাপতি উত্তম বিশ্বাস, শংকর তালুকদার, সুজন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বিনয় ভক্ত, উৎপল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD