বাবার লাশ দাফন করে পরীক্ষায় বসল সিয়াম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০২ পিএম, ১১ই মে ২০২৩


বাবার লাশ দাফন করে পরীক্ষায় বসল সিয়াম
সিয়াম। ছবি: সংগৃহীত

বাবার লাশ দাফন শেষে কেন্দ্রে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সিয়াম (১৬) নামের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর এলাকায়।


বৃহস্পতিবার (১১ মে) উপজেলার পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে সিয়াম। 


স্থানীয় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনায়েম হোসেন বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষার্থী সিয়ামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে সকালে ধুবইল কবরস্থানে বাবাকে দাফন শেষে পরীক্ষায় অংশগ্রহণ করে সিয়াম। 


এ বিষয়ে পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ আলী বলেন, সিয়াম নামে এই শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এরপর তার বাবার মৃত্যুর সংবাদটি আমাদের কাছে জানানো হয়। 


জেবি/ আরএইচ