ঘূর্ণিঝড় মোখা

ঢাবির ভর্তি পরীক্ষা পেছাবে না: উপ-উপাচার্য


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৩


ঢাবির ভর্তি পরীক্ষা পেছাবে না: উপ-উপাচার্য
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, যথারীতি চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ঘূর্ণিঝড় মোখায় উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। 


শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঘূর্ণিঝড় কক্সবাজার ও আশপাশ এলাকায় রবিবার আঘাত হানতে পারে। তাই আমাদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এটি পেছানোর কোনো সুযোগ নেই।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, প্রক্টর অফিস, সরকারের গোয়েন্দা সংস্থা, সবার সম্মিলিত প্রয়াসে যেভাবে ব্যবস্থা নিয়েছে তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।’


অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘যারা এ প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে আজকে আমরা এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি।