ডিএমপির তিন পদে রদবদল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ পিএম, ১৩ই মে ২০২৩

ডিএমপির অতিরিক্ত তিন উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) পদ মর্যদায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা পৃথক দুটি আদেশে এ বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার সই করা এক আদেশে বলা হয়, ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত এডিসি মো. শাহাদত হোসেন সুমাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন ইন্টারনাল ওভারসাইটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
পাশাপাশি ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন ইন্টারনাল ওভারসাইটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রাকিবুল হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা অপর এক আদেশে বলা হয়, ডিএমপির লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে ডিবি ওয়ারী বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।