Logo

৩০০ কোটি টাকার সেই পরিত্যক্ত বাড়ির মালিক সরকার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৩, ২১:২৩
11Shares
৩০০ কোটি টাকার সেই পরিত্যক্ত বাড়ির মালিক সরকার
ছবি: সংগৃহীত

এসময় কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বাড়িটির দাবী করা আইনজীবীরা

বিজ্ঞাপন

রাজধানী ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি দামের পরিত্যক্ত সম্পত্তি ২৯ (তৎকালীন ১৩৯/এ) নম্বর বাড়ির মালিক সরকার বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১৫ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই সম্পত্তির মালিকানা দাবি করে এস নেহাল আহমেদের লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। সেই সঙ্গে ৫০ বছর পর সবকটি মামলার চুড়ান্ত নিষ্পত্তি করলেন সর্বোচ্চ আদালত।

বিজ্ঞাপন

এসময় আপিল বিভাগ বলেন, এখানে জালিয়াতি হয়েছে এটা প্রমাণিত। এর পেছনে একটি জালিয়াতি চক্র কাজ করেছে। একটি সাক্ষরের সাথে আরেকটি সাক্ষরের নেই কোন মিল। এসময় কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বাড়িটির দাবী করা আইনজীবীরা।

বিজ্ঞাপন

একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ বহাল রেখেছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD