Logo

শেষ বারের মত চার্জগঠনের সময় পেলেন সম্রাট

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৩, ২১:৩৪
32Shares
শেষ বারের মত চার্জগঠনের সময় পেলেন সম্রাট
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ জুন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। 

সোমবার (১৫ মে) সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর  বিচারক মো. মঞ্জরুল ইমামের আদালত শেষ বারের মত এই তারিখ ধার্য করেন। 

বিজ্ঞাপন

দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিন মামলাটি চার্জশুনানির জন্য ছিল। এজন্য সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত শেষ বারের মত সময়ের আবেদন মঞ্জুর করে চার্জশুনানির জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।

গত বছরের ২২ আগস্ট দুদকের মামলায় ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।  ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD