Logo

ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৪৫
ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়

বিজ্ঞাপন

দারুসসালাম থানা পুলিশ রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র ও  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার বড় বড়াইগ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২),  চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।

তালেবুর রহমান জানান, গ্রেফতার ১২ জনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এ রকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ১২ জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD