অধ্যাপক তাহের হত্যা

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেন মহিউদ্দিন ও জাহাঙ্গীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেন মহিউদ্দিন ও জাহাঙ্গীর
অধ্যাপক ড. এস তাহের। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন দণ্ডপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর।


সোমবার (১৫ মে) তারা কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন বলে জানা গেছে। 


এর আগে গত (৩ মে) অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ড. মোহাম্মদ মহিউদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। এর ফলে তাদের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানান আদালত।  


অধ্যাপক তাহেরের মেয়ে অ্যাডভোকেট সেগুফতা তাব্বাসুম আহমেদ তখন বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহোল থেকে অধ্যাপক ড. তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুতবিচার আদালত চারজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দেন।