চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 


রবিবার (১৪ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।


গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল মিয়া (৩২), একই এলাকার মারজুল রহমানের ছেলে সোহেল রানা (২৬), উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), কুমারি গ্রামের আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিন (৪২) ও একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে জমির আলী (৩৫)।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চুরি হয়ে থাকে। এর সাথে জড়িত রয়েছে এক শ্রেণির সিন্ডিকেট। চুয়াডাঙ্গা জেলাসহ পাশ্ববর্তী কয়েকটি জেলায় ওই কার্যক্রম চালায় ওই সিন্ডিকেটের সদস্যরা। 


আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। 


পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরও ৪ জনকে। উদ্ধার করা হয় আরও ৬টি চোরাই মোটরসাইকেল।


পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে । উদ্ধারকৃত মোটরসাইকেল প্রমাণ সাপেক্ষে মূল মালিকদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে ।


আরএক্স/