আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ মিছিল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি।

চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। অন্তবর্তীকালিন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই)  দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদল এ কর্মসূচি পালন করে।


আরও পড়ুন:  চুয়াডাঙ্গায় দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায়


নেতাকর্মীরা শহরের সাহিত্য পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি শহরের কোর্টমোড় হয়ে শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।


বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। অন্তবর্তী সরকারের নির্লিপ্ততায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাদের প্রতিহত করার সময় এসেছে। যুবদল রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিবে।


সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



এসডি/