উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ধাওয়া পাল্টা ধাওয়া-ভাঙচুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ধাওয়া পাল্টা ধাওয়া-ভাঙচুর
উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত

আবারও আইনজীবী সমিতির নির্বাচন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, হাতাহাতি, ধাক্কাধাক্কি, হট্টগোল এবং সমিতির সম্পাদকের কক্ষের দরজা-জানালার কাচ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


মঙ্গলবার (১৬ মে) দুপুরে সুপ্রিম কোর্টে এ ঘটনা ঘটেছে।


আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের দাবি, বিএনপির আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে ওই দলের আইনজীবীরা সমিতির সম্পাদকের দরজা ও জানালার গ্লাস ভেঙে অনেককেই আহত করেছেন।


অন্যদিকে বিএনপির দাবি, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী অতর্কিত হামলা করে তাদের অনেককেই আহত করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল করতে করতে মুখোমুখি অবস্থানে চলে আসেন। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।