দুপুরেও রাজধানীতে বৃষ্টি হতে পারে

আজ দুপুরে বা দুপুরের পর ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে
বিজ্ঞাপন
আজ বুধবার (১৭ মে) দুপুরে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা ও ঝড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘পশ্চিমা লঘুচাপের পাশাপাশি সাগর থেকে আসা বাতাসে জলীয়বাষ্প থাকায় বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ দুপুরে বা দুপুরের পর ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।’








